• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজার লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মরণ সভা

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
দোয়ারাবাজার লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মরণ সভা

Sharing is caring!

দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মরণ সভা ও চাকরি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতে প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্কুলের প্রাক্তন ছাত্র ফারুক আহমদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত নুর আহমেদ, সহকারী শিক্ষক আব্দুল হক, সহকারী শিক্ষক আব্দুর নূর তালুকদার, অফিস সহায়ক আবুল হাসেম, নৈশ্য প্রহরী রিয়াজ উল্লাহসহ প্রয়াত শিক্ষকদের স্মরণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মিরাজ আলী, সহকারী শিক্ষক আব্দুল মজিদ খান, সহকারী শিক্ষক মেহের আলীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।

১১৭ পড়েছেন