
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ ডেনমার্কে প্রথমবারের মতো ২ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। খবর এএফপির।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুনে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কোরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। যেখানে তারা এ কাজটি করেছিলেন, সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন ছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে।
প্রসিকিউটর লিসে-লোটে নিলাস এক বিবৃতিতে বলেছেন, প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ অবমাননা এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
ডেনমার্কের পত্রিকা পলিটিকেন-এর মতে, ২২ জানুয়ারি পর্যন্ত পুলিশ এই আইন লঙ্ঘনের আটটি ঘটনা তদন্ত করেছে।
সাম্প্রতিক সময়ে দুই স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পায়। এর ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
এরপর ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন প্রণয়ন করে ডেনমার্ক। তা কয়েকদিনের মধ্যেই কার্যকর হয়। সে আইন অনুযায়ী, সেখানে কোনো ধর্মগ্রন্থ পোড়ানো, ছেঁড়া অথবা তা কোনোভাবে অবমাননা করা নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের জরিমানা অথবা দুই বছরের জেল হওয়ার ঝুঁকি আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com