• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের হাকিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
গোয়াইনঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের হাকিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

Sharing is caring!

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায় হতদরিদ্র মানুষ কষ্টে দিনাতিপাত করছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা আমাদের আপনজন। তাই তাদের সাহায্যে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সাধ্যমত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি রবিবার বিকেলে গোয়াইনঘাট জাতুগ্রাম মাদ্রাসা মাঠে উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তার উদ্যোগে উপজেলার লেংগুড়া ইউনিয়নের জাতুগ্রাম মাদ্রাসা, লেংগুড়া গ্রামের মাদ্রাসা, নিয়াগুল মাদ্রাসা ও গুরকচি মাদ্রাসায় শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জাতুগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা বিএনপি নেতা এনামুল হক, জুনাব আলী, আতাউর মিয়া, যুবদল নেতা  এজে কাওসার ও রুবেল আহমেদ মেম্বার প্রমুখ।

৯৬ পড়েছেন