Sharing is caring!
ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাজবির আহম্মেদ খান অজন্ত (২৬) ও পৌর ছাত্রলীগের সদস্য মো. ইয়ামিন আহম্মেদ (২১)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমিউদ্দিন। এর আগে, বুধবার মধ্যরাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে মো. ইয়ামিন আহম্মেদ (২১) ও লাল বাজার এলাকা থেকে মো. ইয়ামিন আহম্মেদকে (২১) গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমিউদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
৪৭ পড়েছেন