• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগ নারী-পুরুষকে আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগ নারী-পুরুষকে আটক

Sharing is caring!

আবাসিক হোটেল থেকে আবারও অসামাজিক কাজের অভিযোগ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এবার মহানগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে ২ নারী ও ১ পুরুষকে আটক করা হয়।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক)-এর বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে ফারাহ হোসেন ইতি (৩৩), রাশিদা বেগম (৪০) ও মো. ওহাব মিয়া (২৩) নামে তিন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম।

৯৯ পড়েছেন