• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স

Sharing is caring!

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ সব ধরনের শিক্ষার্থীদের জরুরীয়াতে দ্বীনসহ বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে প্রতিবছরের ন্যায় এবারও এই কোর্স অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনসহ অন্যান্য কেন্দ্রে পয়লা রমজান থেকে প্রশিক্ষণ কোর্স শুরু হয়ে চলবে ২৭ শে রমজান পর্যন্ত। বোর্ডের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী এবং চট্রগ্রামের ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছসহ অভিজ্ঞ আলেমরা প্রশিক্ষণ প্রদান করবেন।

মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ভর্তি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলমান থাকবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ বোর্ডের সদর দপ্তরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে উপকৃত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক ও জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী।

১১৮ পড়েছেন