• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেড়াতে এসে ট্রাক চাপায় এক শিশুর মৃ ত্যু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বেড়াতে এসে ট্রাক চাপায় এক শিশুর মৃ ত্যু

Sharing is caring!

সিলেটের সাদা পাথরে বেড়াতে এসে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে শিশুটির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মাহদি (৫) লক্ষ্মীপুর সদরের চৌপল্লী গ্রামের মো. মমিনুল হক মামুনের ছেলে। মাহদি তার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে এসেছিল।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে সিলেট- কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে পরে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।

স্থানীয় সূত্র জানায়, সাদা পাথর থেকে ফেরার পথে স্থানীয় টুকেরবাজারে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার সারেন মাহদি ও তার পরিবারের সদস্যরা। সেখান থেকে বের হওয়ার পর মাহদি রাস্তার পাশের দোকান থেকে কোমল পানীয় কিনতে পারাপারের সময় সিলেটগামী পাথর বহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা ও চাপা দেয়। এ সময় ট্রাকের চাকার নিচে মাহদির ডান হাত পড়ে যায়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

৭৩ পড়েছেন