• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাবার হাতে মাহিদ নামে ৭ বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় আটক বাবা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫
বাবার হাতে মাহিদ নামে ৭ বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় আটক বাবা

Sharing is caring!

বাবার হাতে মাহিদ নামে ৭ বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ঘটনার পর শিশুর বাবা খোকন মিয়া ও দাদি হাওয়া বেগম নিজ ঘরে মরদেহ রেখে গা ঢাকা দেন। পরে অভিযান চালিয়ে পুলিশ খোকনকে আটক করে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে শিশুর বাবা খোকন মিয়াকে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসা হয়েছে।

স্থানীয়রা জানান, খোকন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় দীর্ঘদিন মাদক ব্যাবসা করে আসছেন। রোববার বিকালে খোকনের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া শিশু মাহিদ বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে ঘরের বাইরে এনে ব্যাপকভাবে পেটাতে থাকেন। একপর্যায়ে শিশু মাহিদ সেখান থেকে পালিয়ে প্রতিবেশি যবেদা খাতুনের ঘরে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে আবারও মারতে থাকেন। এসময় প্রতিবেশী যবেদা বেগম আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। অবস্থা সংকটাপন্ন দেখলে খোকন মাহিদকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

৭৭ পড়েছেন