
লাহোরগামী একটি বাসে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় সাত যাত্রী নিহত হয়েছে। নিহতদের বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের বরখান জেলায় এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী, তাও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল। তবে হামলাকারীরা পালিয়ে গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, প্রায় ৪০ জনের একটি সশস্ত্র দল বেশ কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর বাস থেকে ওই সাত যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে। নিহত সাতজনই মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
উল্লেখ্য, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে পাকিস্তানের কয়েক দশক ধরে চলমান লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যারা বৃহত্তর স্বায়ত্তশাসন এবং অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ভাগ চায়।
এর আগে গত শুক্রবার কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
গত আগস্টে পাকিস্তানের বিভিন্ন থানা, অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে রাস্তার পাশে একটি হামলার ঘটনায় ২৩ জন নিহত হন। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com