• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫
প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

Sharing is caring!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল বুধবার গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে জানান, মহাসড়কে নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিবন্ধনহীন পুরোনো প্রাইভেট কারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে প্রাইভেট কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

১৫০ পড়েছেন