• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫
জৈন্তাপুর ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Sharing is caring!

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)। এ ঘটনায় আহত উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেল যোগে জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ২ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

দূর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক আটকের কাজ করছে পুলিশ।

৭২ পড়েছেন