• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আননূর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আননূর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল

Sharing is caring!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মায়ারবাজার উত্তর রনি খাই এলাকায় আননূর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপির সদস্য মো. বদরুজ্জামান সেলিম বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ নির্দেশনা। কোরআনের শিক্ষা অনুসরণ করলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারব। এ ধরনের মাহফিল ইসলামের প্রকৃত শিক্ষা লাভের একটি উত্তম মাধ্যম, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে।

মুফতি আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আতাউল হক জালালাবাদী, মঞ্জুর রশীদ আমিনী সুনামগঞ্জ, গোলাম কিবরিয়া কাসেমী ঢাকা, মুফতি আরিফুজ্জামান রহমানী হবিগঞ্জ। এছাড়াও আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিশিষ্ট আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এবং আননূর সমাজকল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মাহফিলের এক বিশেষ অংশ হিসেবে জৈন্তাপুরের হরিপুর ও হেমু হাউদপাড়ায় দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

৯২ পড়েছেন