• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, ভাষা আন্দোলন শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। আমাদের ভাষা শহীদরা অকাতরে জীবন দিয়ে প্রমাণ করেছেন মাতৃভাষার গুরুত্ব কতখানি। নতুন প্রজন্মকে অবশ্যই এই আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং ভাষার মর্যাদা রক্ষায় সচেতন হতে হবে। তিনি শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের প্রশংসা করে বলেন, তরুণ সমাজের এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সংগঠনগুলো সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নবপ্রজন্ম ভাষার মর্যাদা ও ইতিহাস সম্পর্কে আরও বেশি সচেতন হবে।
তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নর্থ ইষ্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ শামসুল কবির।
সাধারন সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, শেখঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমদ, সহ সভাপতি এ্যাডভোকেট রাব্বি হাসান তারেক, অফিস ও অর্থ সম্পাদক সাদমান হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ রুপম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মু. ফখর উদ্দিন, প্রতিষ্ঠাকালীন সদস্য জসিম উদ্দিন, আবুল কাসেম, সাবেক সাধারন সম্পাদক আজমল হোসেন প্রমুখ। শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় ক্রেস্ট দিয়ে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়।

৬৫ পড়েছেন