• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শহীদ দিবস পালন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শহীদ দিবস পালন

Sharing is caring!

সিলেট সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ঐদিন সকালে ধোপাগুলস্থ সদর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে দিবসের সূচনা হয়।
পরে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সভাপতি সৈয়দ মসউদ রহমান মতিন  এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হারুনুর রশিদ, রাজিব হোসেন লিটু, হোসাইন আহমদ, মনসুর আহমাদ, সুলতান মিয়া, এখলাছুর রহমান পাখি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য একটি প্রেরণার উৎস। তারা শুধু ভাষার জন্য নয়, একটি স্বাধীন জাতিসত্তার ভিত্তি গড়ে তুলেছেন। তরুণ প্রজন্মকে একুশের ইতিহাস জানাতে হবে, যাতে তারা জাতির মূল চেতনা থেকে বিচ্যুত না হয়। বক্তারা আরো বলেন, সদর উপজেলা শহীদ মিনার শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের চেতনার প্রতীক। একে ধরে রাখতে হবে।

১১৫ পড়েছেন