
মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ পবিত্র কুরআন জাদুঘর উদ্বোধন করেছেন। এটি হায়রা সাংস্কৃতিক জেলার একটি প্রধান আকর্ষণ; যা মক্কার বাসিন্দা এবং দর্শনার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিজাইন করা হয়েছে।
দুর্লভ পাণ্ডুলিপি, পবিত্র কুরআনের ঐতিহাসিক কপি ও নানা সময়ে কুরআনের সংরক্ষণের ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা।
মক্কা ও পবিত্র জায়গাগুলোর জন্য রয়েল কমিশনের তত্ত্বাবধান এবং সহায়তায় নির্মাণ করা হয়েছে এই কুরআন জাদুঘরটি। এটি মুসলমানদের জন্য নির্দেশনার প্রাথমিক উৎস হিসেবে পবিত্র কুরআনের তাৎপর্য তুলে ধরার ক্ষেত্রে জ্ঞানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশ্রণ ঘটাবে।
প্রকল্পটিতে সৌদি কফি জাদুঘর, সাংস্কৃতিক গ্রন্থাগার ও হায়রা পার্কও অন্তর্ভুক্ত আছে। রমজানজুড়ে পবিত্র কুরআন জাদুঘরটি খোলা থাকবে।
মক্কার স্পিরিট এবং ইতিহাস অনুভব করতে আগ্রহীদের জন্য হায়রা সাংস্কৃতিক জেলা একটি কেন্দ্রবিন্দু।
প্রদর্শনীতে থাকা নিদর্শনগুলোর মধ্যে উসমান বিন আফফানের কুরআন পাণ্ডুলিপির একটি আলোকচিত্রিত কপি ও কুরআনের আয়াতের বেশ কয়েকটি প্রাচীন পাথরের শিলালিপি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com