
নগরীর জিন্দাবাজারে পুলিশের উপর হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি রাতে যুবদল নেতার চাঁদাবাজীর প্রতিবাদে জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করেন হকাররা। এসময় দায়িত্বরত কোতোয়ালী থানা পুলিশের সদস্যদের উপরেও হামলা চালানো হয়।
সিলেট মেট্রেপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. শরীফ আহমদ (২৭) সুনামগঞ্জ জেলার নোয়াগাঁও (নয়াগাঁও) গ্রামের আরজোক আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় বসবাস করে আসছেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে বন্দরবাজার সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে জিন্দাবাজার পয়েন্টে পুলিশের কর্তব্য কাজে বাধা দান ও পুলিশের উপর আক্রমনের ঘটনায় জড়িত শরীফ আহমদ গ্রেফতার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি জিন্দাবাজার পয়েন্টে কোতোয়ালী মডেল থানা পুলিশ দায়িত্ব পালনকালে পুলিশের উপর হামলার ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০২/০৩/২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। চাঁদা না দেয়ায় হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা। শুক্রবার রাত ৯টা থেকে ১০ টা নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত হকারদের অভিযোগ ছিলো যুবদল নেতা মাধব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন।
এই আন্দোলন চলাকালে কর্তব্যরত পুলিশের উপর হামলা হয়।
মাধব সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। বহিস্কারের পরদিন রবিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে, আন্দোলনের ২ ঘন্টার মাথায় বহিস্কার করা হয় সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে। রাত ১২টার দিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com