• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপির ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৫
বিএনপির ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ

Sharing is caring!

রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন,বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

এর আগে, রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল ছিল আজ রোববার। তবে অনুষ্ঠানটি স্থগিত করে শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

রোববার (৯ মার্চ) তিনি জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী ১৯ মার্চ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হবে আগামী ২১ মার্চ। উভয় ইফতার মাহফিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন বলেও জানান রুহুল কবির রিজভী।

২৪ পড়েছেন