
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীসহ সকলস্থরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।এক শুভেচ্ছা বার্তায় তাহিরপুর নাগরিক পরিষদের সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ নেতৃবৃন্দ বলেন, পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন। পহেলা বৈশাখ অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যোমে সামনে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায়। ব্যর্থতার সকল গ্লানি মুছে দিতেই প্রতি বছর নতুন আঙ্গিকে ফিরে আসে পহেলা বৈশাখ। এমন উৎসবমুখর দিন ধর্ম, বর্ণ, জাতি বা গোত্রের সীমারেখা ভেঙে একসাথে একই পথে চলতে আমাদের অনুপ্রেরণা যোগায়।নেতৃবৃন্দ আরও বলেন, পয়লা বৈশাখ বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন। আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে। বাক্তারা আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান, শুভ নববর্ষ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com