
হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনয় ছেড়ে অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন । রেডিও টাইমসের বরাত দিয়ে ১৫ এপ্রিল খবরটি জানিয়েছে দ্যা গার্ডিয়ান।এছাড়া বর্তমানে তার তিনটি চলচ্চিত্রের প্রযোজনা চলছে। সেগুলো হলো জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ (এই বছরের শেষের দিকে মুক্তি পাবে), সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’। তারপরও তিনি জোর দিয়ে বলেন, এবার তার অবসরের পরিকল্পনা গুরুতর।সাক্ষাৎকারে ব্ল্যানচেট বলেন, ‘আমি যখনই বলি অভিনয় ছেড়ে দেবো, তখন আমার পরিবারের লোকজন তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস। এটি ছাড়াও জীবনে আমি অনেক কিছু করতে চাই।তার উচ্চস্তরের কার্যকলাপ সত্ত্বেও এই অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, তিনি একজন সেলিব্রিটি, এটার কারণে তার অবস্থান নিয়ে তিনি অস্বস্তিকর অবস্থায় আছেন।অভিনয়ের জন্য অসংখ্য পুরষ্কার জিতেছেন এই অভিনেত্রী। যার মধ্যে রয়েছে দুইটি অস্কার জয়। বর্তমানে এই অভিনেত্রী জাতিসংঘের হয়ে কাজ করেন, একটি অত্যন্ত সমৃদ্ধ প্রযোজনা সংস্থা পরিচালনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com