• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের মিছিল-সভা

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের মিছিল-সভা

Sharing is caring!

নিরীহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং ইসরাইলের সকল পন্য বর্জনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত পাহাড় লাইন উপ-পরিষদের উদ্যোগে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা দক্ষিণ সুরমার রাখালগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে গোলাপগঞ্জের লক্ষীপাশা বাজার পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের সাবেক সম্পাদক আবদুল ছালাম সাজনু’র সভাপতিত্বে ও ক্বারি  রিপন আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাহাড় লাইন উপ-পরিষদের যুগ্ম আহবায়ক শরিফ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েল আহমদ, সদস্য আলফিজ আহমদ, মাওলানা  নোমান আহমদ, রাশেদ আহমদ, ক্বারি হায়দার আলী প্রমুখ। এছাড়াও মিছিল ও সমাবেশ এলাকার সর্বস্তরের মুসলিম তৌহীদ জনতা অংশ গ্রহণ করেন।মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাহাড় লাইন উপ-পরিষদের সাবেক সম্পাদক আবদুল ছালাম সাজনু নিরীহ ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ ও  ইসরাইলের সকল পন্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।তিনি সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

৬৫ পড়েছেন