• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে এনটিভি ইউরোপ’র প্রতিনিধি তাজিদুল ইসলামকে সংবর্ধনা

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫
ছাতকে এনটিভি ইউরোপ’র প্রতিনিধি তাজিদুল ইসলামকে সংবর্ধনা

Sharing is caring!

দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ’র সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় মোঃ তাজিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখা।রবিবার বিকেলে সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক আতিকুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান সহ গণমাধ্যমকর্মীরা।তাজিদুল ইসলাম ছাতক উপজেলার মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি।হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছোট বেলা থেকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আগ্রহ থেকে ভিডিও কনটেন্ট ও এডিটিং বিষয়ে যুক্ত হন। এছাড়াও স্ক্রিপ্ট রাইটিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ক্যামেরা শট, সিনেমাটিক ভিডিও ধারনের অভিজ্ঞতা রয়েছে তার। উল্লেখ্য, গত ৬ এপ্রিল এনটিভি ইউরোপ’র সিইও সাবরিনা হোসাইন ছাতক প্রতিনিধি হিসেবে তাজিদুল ইসলাম কে নিয়োগ কার্যকর করেন।

১৮৯ পড়েছেন