
আমির খানকে আর সিনেমায় দেখা যায়নি লাল সিংহ চাড্ডা’ সিনেমার পর। এরপর ‘সিতারে জামিন পার’ সিনেমা ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে মুম্বাইয়ের আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু সে সিনেমা থেকে সরে গেছেন তিনি। ফলে এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাজকুমার রাও।এর আগে পিঙ্কভিলা জানিয়েছে, করোনা মহামারীর আগে উজ্জ্বল নিকামের বায়োপিক নিয়ে আমির খানের সঙ্গে নির্মাতার দফায় দফায় আলোচনা হয়েছিলো। তখন থেকেই তিনি এটিকে সবার সামনে তুলে ধরতে আগ্রহী ছিলেন। বেশ কয়েকটি খসড়া স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরও আমির এখন দীনেশ বিজানের সঙ্গে আর কাজ করতে যাচ্ছেন না। প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা থাকলেও এখন আমির কেবল প্রযোজক হিসেবেই কাজ করবেন।রাজকুমার রাও বর্তমানে তার আসন্ন রোমান্টিক কমেডি ‘ভুল চুক মাফ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি। এটি আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ভারতের সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয় থেকে সরে এসেছেন আমির খান। এরপর এই সিনেমার মূল ভূমিকায় অভিনয়ের জন্য আলোচনায় কেন্দ্রে রয়েছেন রাজকুমার রাও। রাজকুমারকে নিকমের চরিত্রে অভিনয় করাতে আগ্রহী নির্মাতা দীনেশ ভিজানও। সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে কথাও হয়েছে নায়কের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com