• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

২৮২ বোতল বিদেশি মদসহ একজনকে আটক

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫
২৮২ বোতল বিদেশি মদসহ একজনকে আটক

Sharing is caring!

গোয়াইনঘাট থানা এলাকা থেকে ২৮২ বোতল বিদেশি মদসহ মো. খালেদ আহমেদ (২৯) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গোয়াইনঘাট থানাধীন সিলেট-তামাবিল হাইওয়ে সড়কের বাঘেরপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।বিষয়টি সোমবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।আটক খালেদ সিলেটের গোয়াইনঘাট থানার ৫নং আলীরগাঁও ইউপির খাগড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে।

২৪ পড়েছেন