• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫
ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Sharing is caring!

ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত রবিবার দিবাগত রাতে ধোপাগুল-সাহেবের বাজার রোডের মহালদিক আলাইবহর এলাকায় চেকপোস্ট বাসিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাসী চালানো হয়। এসময় যাত্রীবেশে থাকা এই দু’জনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো, এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মো. আব্দুন নূরের ছেলে মো. আবুল হোসেন (২৭) এবং ধোপাগুল এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. সোহেল (৩৫)।

৪৪ পড়েছেন