• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গিয়েছে

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫
তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গিয়েছে

Sharing is caring!

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গিয়েছে। দ্বিতীয় সেশনের খেলা মাঠে গড়ালেও তৃতীয় সেশনের মাঝ পথে সিলেটের আকাশে মেঘ জমেছে। তাই পর্যাপ্ত আলো না থাকায় খেলা বন্ধ করে রাখেন আম্পায়াররা।৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান। নাজমুল হাসান শান্ত ৬০ রানে এবং জাকের আলী ২১ রানে ব্যাট করছেন। এতে ১১২ রানের লিডে রয়েছে টাইগাররা।মঙ্গলবার (২২ এপ্রিল) দিনের শুরুতে বৃষ্টিতে ভেসে গেছে প্রথম সেশন। তাই দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে আগের দিন ৪২ বলে ২৮ রান করা জয় ও ২৬ বলে ১৫ রান করা মুমিনুল হক।দ্বিতীয় দিনে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছিল তারা। তৃতীয় তিনের দলীয় ১৬ ও ব্যক্তিগত ৫ রান যোগ করতেই সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান। ৬৫ বলে ৩৩ রান করেন এই ডানহাতি ব্যাটার।চারে ব্যাট করতে নেমে মুমিনুলকে সঙ্গ নিয়ে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটিংয়ে ভর করে জিম্বাবুয়ের দেওয়া ৮২ রানের লক্ষ্য পেরিয়ে লিড নিতে শুরু করে স্বাগতিকরা।৩ রানের জন্য ফিফটি তুলতে পারেননি মুমিনুল। ৮৪ বলে ৪৭ রান করে ক্যাচআউট হয়েছেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিক রহিম। আগের ইনিংসে ৪ রান করা এই ডান হাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসেও করেছেন ৪ রান। এতে দলীয় ১৫৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।অপর প্রান্ত আগলে রেখে টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। তাকে সঙ্গ দিয়েছেন জাকের আলী অনিক। তৃতীয় সেশনের মাঝ পথে সিলেটের আকাশে মেঘ জমেছে। তাই পর্যান্ত আলো না থাকায় খেলা বন্ধ করে রাখেন আম্পায়াররা।

২৮ পড়েছেন