
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী কিংবা নিরাপত্তারক্ষী নয়, বরং পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের ওপর আচমকা গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আটজন।স্থানীয়রা বলছেন, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। গুলির ঘটনার পরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সূত্র: এনডিটিভিএক পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।প্রায় এক বছরের মধ্যে কাশ্মীর অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলগুলো এর আগে এই জঙ্গি হামলায় একজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর জানিয়েছিল। বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করার সময় তাদের ওপর হামলা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com