
অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর কাছ থেকে রাস্তায় আটকিয়ে মারপিট করে জোরপূর্বক ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. দুলাল মিয়া এবিষয়ে সুনামগঞ্জের তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দুলাল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিড়িয়ারগাঁও গ্রামের মো. মমিন উদ্দিনের ছেলে।তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুলাল মিয়া কয়লা ব্যবসার কাজে ট্যাকেরঘাট যাওয়ার পথে মন্দিয়াতা গ্রামের সামনে কাঁচা রাস্তায় ইউনিয়ন যুবদলের সহ- সাধারণ সম্পাদক আবু হানিফার নেতৃত্বে মন্দিয়াতা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহান (২৫), জমির আলীর ছেলে তুষার (২৮), আব্দুল আজিজের ছেলে সিদ্দিক আলী, শাহনুর (৪০), আশিক নুর (৩০), আজিজুল (২৫), সেবাজুল (২১), আহাদুল (২২), হাবিবুর রহমান (৩৫) সহ কয়েকজন তাকে পথরোদক করে আটকিয়ে মারপিট করে এবং সঙ্গে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো.দুলাল মিয়া বলেন, গত ২২ এপ্রিল আমার এক ভাগনাকে মোবাইল চুরির অপবাদে তাদের বাড়ীতে নিয়ে মারপিট করে। এর প্রতিবাদ করায় ব্যবসায়িক কাজে টাকা জমা দিতে যাওয়ার সময়ে উল্লেখিত ব্যাক্তিরা তাকে মারপিট করে এবং ব্যাগের ভেতরে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়।শ্রীপুর উত্তর ইউনিয়নের যুবদলের সহ সাধারণ সম্পাদক অভিযুক্ত আবু হানিফা বলেন, তিনি গত এক মাস ধরে বাগলি কয়লার ডিপোতে আছেন, বাড়িতে থাকেন না। তিনি বলেন, শুনেছি দুলাল ভাই কয়েকদিন আগে একটি ছেলেকে মেরেছেন, এরজেরে তাকে রাস্তায় আটকানো হয়েছিল। পরে হাতাহাতি হয়েছে উভয় পক্ষের মধ্যে। টাকা ছিনিয়ে নেওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com