• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

উক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা,গাড়িবোমা বিস্ফোরণের এক রুশ জেনারেল নিহত

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫
উক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা,গাড়িবোমা বিস্ফোরণের এক রুশ জেনারেল নিহত

Sharing is caring!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইতোমধ্যে মস্কোয় পৌঁছেছেন । তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঊর্ধ্বতন এক রুশ জেনারেল নিহত হয়েছেন।শুক্রবার (২৫ এপ্রিল) গাড়িবোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসিররাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার ইয়ারোস্লাভ মোসকালিক।বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ এই কমান্ডার ছিলেন ক্রেমলিনপন্থি। তিনি রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।প্রসঙ্গত, রাশিয়া গত বুধবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রুশ সামরিক কমান্ডার হত্যার এ ঘটনা ঘটল।

৩০ পড়েছেন