• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রশ্ন উঠেছে, কঠোর নিরাপত্তার মধ্যে থাকা কাশ্মীরে ভয়াবহ এই হামলা কিভাবে হলো

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫
প্রশ্ন উঠেছে, কঠোর নিরাপত্তার মধ্যে থাকা কাশ্মীরে ভয়াবহ এই হামলা কিভাবে হলো

Sharing is caring!

পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে।তবে, প্রশ্ন উঠেছে, কঠোর নিরাপত্তার মধ্যে থাকা কাশ্মীরে ভয়াবহ এই হামলা কিভাবে হলো। ভারতের সেনা সদস্যরা তখন কোথায় ছিলেন? ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের অনেক নেতা এমন প্রশ্ন তুলেছেন।হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে দিল্লি।এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে, পেহেলগামে হামলার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের রাজনৈতিক দলগুলো সর্বদলীয় বৈঠকে বসেছিল। সেখানে রাহুল গান্ধীসহ অনেকেই প্রশ্ন তোলেন, হামলার সময় সেখানে সেনাবাহিনীর কোনো সদস্য ছিলেন না কেন? তারা তখন কোথায় ছিলেন?জবাবে মোদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৈসারন তৃণভূমিতে বার্ষিক অমরনাথ যাত্রার আগে সেনাদের সেখানে পাঠানো হয়, যা জুন মাস থেকে শুরু হয়। ওই সময় সেখানে অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক রুট খোলা হয় এবং সেনাদের মোতায়েন করা হয়। অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা বৈসারন তৃণভূমিতে বিশ্রাম নিয়ে থাকেন। শুধুমাত্র ওই সময়ে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়।বৈঠকে থাকা সরকারের কয়েকজন প্রতিনিধিরা জানান, স্থানীয় প্রশাসনও সরকারকে জানায়নি বৈসারন তৃণভূমিতে নির্দিষ্ট সময়ের আগেই পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে। এ কারণে সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিল না।এছাড়া স্থানীয় টুরিস্ট অপারেটরগুলো গত ২০ এপ্রিল থেকেই সেখানে পর্যটকদের নেওয়া শুরু করেছিল। অমরনাথ যাত্রা শুরু হতে এখনও অনেক সময় বাকি থাকায় সেখানে কোনো সেনা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়নি।

৩৯ পড়েছেন