
বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস। এতে চার শতাধিক মানুষ আহত হয়েছেন। ইরানের শুল্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সিনা কনটেইনার ইয়ার্ডে বিস্ফোরণটি ঘটে। এটি হোরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালির উত্তর দিকে অবস্থিত।শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে এই বিস্ফোরণ ঘটে।ধারণা করা হচ্ছে, জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি। তবে, বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় সাইবার হামলার ঘটনা ঘটে। ফলে সুবিধার কম্পিউটার সিস্টেম বিপর্যস্ত হয়ে কয়েক দিন ধরে পরিবহন বিশৃঙ্খলা দেখা দেয়।ইরানের জরুরি সেবা বিভাগ জানায়, নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন।উল্লেখ্য, শহীদ রেজাই বন্দর মূলত কন্টেইনার ও তেলের ট্যাংক ওঠানো-নামানোর কাজ করে। এখানে কিছু পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com