
রাতে মূুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাথলেটিক বিলবাও। সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডের। ঘরোয়া টুর্নামেন্টে বাজে সময় পাড় করলেও ইউরোপা লিগে এখনো অপরাজিত আছে ম্যানচেস্টার। তাই রেড ডেভিলসদের নিয়ে বিশেষ সতর্ক বিলবাও কোচ। অন্য দিকে স্প্যানিশ ক্লাবটিকে কঠিন প্রতিপক্ষ মানছে ইউনাইটেড। কিন্তু জয়ের আশা ছাড়ছে না ইংলিশ ক্লাবটি।ম্যানচেস্টার ইউনাইটেডের ফাইনালে ট্রফি জয়ের আগে তাদের সামনে বড় বাধা অ্যাথলেটিক বিলবাও। তবে স্প্যানিশ ক্লাবের বিপক্ষে সবসময়ই নড়বড়ে অবস্থা রেড ডেভিলসদের। অন্য দিকে আর্নেস্তো ভালভার্দের দলটাও দারুণ ফুটবল খেলছে। লা লিগায় টপ ফোর অনেকটাই নিশ্চিত তাদের। চলতি মৌসুমে নিকো ও ইনাকি করেছেন ২২ গোল। স্প্যানিশ মিডফিল্ডার স্যানসেট ১৭ গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতার কাতারে।তবে এ ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ইউনাইটেডের ডাগআউটে। কারণ ইনজুরি থেকে ফিরেছেন আমাদ দিয়ালো ও ম্যাথিস ডি লিট। শুরুর একাদশে না থাকলেও স্কোয়াডে থাকছেন এই দুজন ফুটবলার।ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বলেন, ‘ওরা অনেক শক্তিশালী দল। আগ্রাসী ফুটবল খেলে। নিকো উইলিয়ামস স্পেশাল ফুটবলার। স্পেনে ওদের ডিফেন্স সেরা আর আমাদের ঘাটতির জায়গা স্কোরিংয়ে। তাই কাজটা আমাদের জন্য সহজ হবে না। তবে আমরা প্রস্তুত শক্তিশালী এক দলের মুখোমুখি হওয়ার জন্য।বিলবাও বস আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘তাদের এ মৌসুমটা ভালো কাটেনি। তার মানে এই নয় আমরা ওদের হালকাভাবে নেব। মৌসুমের মাঝে ওদের কোচও পরিবর্তন হয়েছে। তারপরও দেখুন ইউরোপা লিগে ইউনাইটেড দারুণ খেলছে। শুধু ইউরোপা লিগ নয়, সব ইউরোপিয়ান প্রতিযোগিতায় ওরাই একমাত্র ক্লাব যারা কোনো ম্যাচ হারেনি। এটাই অনেক কিছু বলে দেয়। আমার জন্য একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে।
উল্লেখ্য, ইউরোপিয়ান কম্পিটিশনে এর আগে চারবার মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাথলেটিক বিলবাও। যেখানে এক হার ও ৩ জয় নিয়ে এগিয়ে বিলবাও।
সান ম্যামেসে বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com