• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কদমতলী আবাসিক এলাকার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার লক্ষে পঞ্চায়েতি কমিটির সভা

admin
প্রকাশিত মে ৩, ২০২৫
কদমতলী আবাসিক এলাকার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার লক্ষে পঞ্চায়েতি কমিটির সভা

Sharing is caring!

হুমায়ুন রশিদ চত্বর ও গোটা কদমতলী এলাকাকে বিভিন্ন জেলার মানুষের জন্য সুরক্ষিত করার পাশাপাশি কদমতলী আবাসিক এলাকার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার লক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী পঞ্চায়েতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের সভাপতিত্বে ও আকতার উদ্দিন নাদির, আফজল হোসেন ও মির্জা আলী আশরাফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ও মুরব্বী এম এ মন্নান, কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক মারুফ, হযরত দরিয়া শাহ(রহঃ) মাজার কমিটির সাবেক মোতাওয়াল্লী সমরাজ মিয়া, বিএনপি নেতা মকবুল হোসেন, সাবেক কাস্টমস কর্মকর্তা মো. লুলু মিয়া, সাবেক বিডিআর সদস্য মো. কবির আলী, সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইছাক মিয়া, ব্যবসায়ী আওলাদ হোসেন, সমাজসেবী শফিক মিয়া, রাজনীতিবিদ ইকবাল হোসেন চৌধুরী, প্রবাসী ও সমাজসেবী মো. মঈন উদ্দিন, মিজানুর রহমান শাহানুর, আলী হোসেন, রুস্তুম আলম কুদ্দুস, বিএনপি নেতা আকতার রশিদ চৌধুরী, শামীম বক্স, সমাজসেবী এবাদুর রহমান চৌধুরী, মাসুক মিয়া, মির্জা আলী হোসেন, আকতার আহমদ, সেলিম আহমদ, মামুনুর রশিদ মামুন, আফছর আহমদ, বাবলু হোসেন হৃদয়, ফয়ছল আলী, ব্যবসায়ী লিমন আহমদ।সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কদমতলী এলাকায় বহিরাগত অপরাধীদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আবাসিক অনাবাসিক হোটেল ও বিভিন্ন কলোনীগুলোতে অনৈতিক কার্যকলাপের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশের ভারসাম্য হুমকির মুখে, এসব অপরাধ রোধে প্রশাসনের সহযোগিতা নিয়ে শীঘ্রই এলাকাবাসী বিশেষ অভিযান চালাবেন বলে মন্তব্য করেন এবং বিভিন্ন অপরাধের সাথে স্থানীয় কেউ জড়িত থাকলে তাদের সনাক্তকরণের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুরব্বী জমির আলী, হিরা মিয়া, আব্দুল কাইয়ুম, রিয়াজ মিয়া, বারিক আলী, আনা মিয়া, সিরাজ মিয়া, মনসুর আহমদ, তেরু মিয়া, আলাউদ্দিন আলাই, দিলু কান্ত পাল, খালেদ মিয়া, রুহেল আহমদ, আলতা মিয়া, মো. আব্দুল, সামস্ মটরস এর সত্ব্যাধিকারী আব্দুল কুদ্দুস, আফতাব উদ্দিন শাহনাজ, সাবলু মিয়া, ফারুক মিয়া, শরীফ আহমদ, শামীম বকস্, হরিদাস পাল শাওন, দিদার আহমদ, সাংবাদিক এম এ মালেক, আবু হানিফ তুহিন, জুবেদ আহমদ, শাহিন আহমদ, মামুন আহমদ, বদরুল আহমদ, মাহমদ আলী, এনামুল হক এনাম, শাহরিয়ার তানজিমসহ কদমতলী গ্রামের প্রায় সাড়ে চার শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

২২ পড়েছেন