• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই

admin
প্রকাশিত মে ৭, ২০২৫
আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই

Sharing is caring!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন ,জনস্বার্থ বিবেচনায় আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই ।উপদেষ্টা বলেন, আমরা যে নতুন মূল্যে গ্যাস আনি সেই তুলনায় গ্যাসের দাম অনেক কম। তবুও আমরা আপাতত গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বিদ্যুতের কোনো মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি না।বুধবার (৭ মে) সচিবালয়ে শিল্পে গ্যাস সংকট নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।জনস্বার্থ ও শিল্পের স্বার্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৭২ পড়েছেন