• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -পংকি

admin
প্রকাশিত মে ৭, ২০২৫
ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -পংকি

Sharing is caring!

ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট, দালাল ও মাদকমুক্ত করতে পদ্মা ব্যবসায়ী সমিতি ও বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে ওসমানী মেডিকেল রোড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি ও ওসমানী মেডিকেল রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি।সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রশয়ে ওসমানী মেডিকেল রোড এলাকায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ওসমানী মেডিকেলে দালালদের তৎপরতায় সাধারণ রোগীদের নাভিশ^াস অবস্থা। ওসামানী মেডিকেল থেকে রিকাবীবাজার পর্যন্ত হকাররা ফুটপাত ও রাস্তা দখল নেয়ায় সৃষ্ট যানজটে রোগী ও এলাকার মানুষের অবস্থা কাহিল। আমরা এ অবস্থা আর মেনে নেবো না, কাউকেই ছাড় দেয়া হবে না। এলাকার মুরুব্বি, যুবসমাজ ও ব্যবসায়ীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব কার্যকলাপ প্রতিহত করবো।বিশিষ্ট ব্যবসায়ী রাজিব কুমার দে রাজু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি ও কাজল শাহ মসজিদের মোাতাওয়াল্লী শামসুদ্দিন আহমদ, বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল করিম, ছানাউল হক জিতু, বিশিষ্ট মুরুব্বি আনোয়ার হোসেন আনাই, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম পান্না, সহ-সভাপতি হাজী আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফসর আহমদ, নাসির উদ্দিন, জামাল আহমদ, তাহজ উদ্দিন তাজ, অরুণ কর, অসিত কর, সুনীল কর, জাহান আহমদ, সুমন আহমদ, দিলীপ দাস, জাহেদ আহমদ বাবু, আব্দুল মালেক, জাবেদ আহমদ, মির্জা সাদ্দাম, কাইজার, মালেক আহমদ, আব্দুর রহিম মতছির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিফাত আহমদ।

২২ পড়েছেন