Sharing is caring!
এবার ভারতের ১৫ শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান।বৃহস্পতিবার (৮ মে) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দিল্লি সরকারের বরাত দিয়ে এতে বলা হয়, ভারতের অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল ফালোদি, উত্তরলাই ও ভুজে বুধবার রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি তারা এসব হামলা প্রতিহত করেছে।ভারত সরকার এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের আক্রমণের সাক্ষ্য হিসাবে নষ্ট হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রর ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়েছে।এদিকে, পাকিস্তান দাবি করেছে, বুধবার রাতে ভারত থেকে আসা ইসরায়েলে তৈরি ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনা। তবে, এরমধ্যে লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যে একটি ড্রোন আঘাত করেছে। চারজন সেনা এতে আহত হয়েছেন।পাকিস্তানের হামলার পরই বৃহস্পতিবার সকালে লাহোরসহ বিভিন্ন শহরে সামরিক পরিকাঠামোর ওপর আঘাত করা হয়েছে। এ হামলায় লাহোরে রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে।
২১ পড়েছেন