• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডা: আজিজুর রহমান ও নাহিয়ানের মৃত্যুতে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক

admin
প্রকাশিত মে ১৩, ২০২৫
ডা: আজিজুর রহমান ও নাহিয়ানের মৃত্যুতে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক

Sharing is caring!

সিলেট নগরীর খ্যাতিমান শিশু বিশেষজ্ঞ ডা: আজিজুর রহমান ও সিলেট জেলা বারের স্বনামধন্য আইনজীবী দেলওয়ার হোসেন এর ছেলে নাহিয়ান এর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।মঙ্গলবার (১৩ মে) এক শোকবার্তায় ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য অরুণ দেবনাথ এডভোকেট বলেন, খ্যাতিমান শিশু বিশেষজ্ঞ ডা: আজিজুর রহমান সিলেটের সামাজিক অঙ্গনে এক আলোচিত নাম। মানবতার সেবায় ডা. আজিজুর রহমানের ভূমিকা অপরিসীম। অপরদিকে, এডভোকেট দেলওয়ার হোসেন এর কলিজার টুকরা কিশোর নাহিয়ান এর আকষ্মিক মৃত্যুতে সিলেটের নগরবাসী শোকাহত।নেতৃবৃন্দ মরহুম ডা: আজিজুর রহমান ও নাহিয়ান এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান।

৪৯ পড়েছেন