Sharing is caring!
আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কুর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক কাজের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।চম্পা দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামে বাদশা মিয়ার মেয়ে।বুধবার (১৪ মে) বেলা ১ টায় সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ায় দুইতল বাসার জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ১৮ বছর বয়সী চম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ।এদিকে ঘটনার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।মেয়েটির পরিবার জানায়, বছর তিনেক সময় ধরে আওয়ামী নেতা রেজাউল আলম নিক্কুর বাসায় কাজ করতেন চম্পা বেগম। গৃহস্থালি কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বউ ও সন্তানেরা কাজের মেয়ে চম্পাকে মারধোর করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের কারনে ৬ মাস পূর্বে বাড়িতে চলে গেলেও পরিবারের লোকজনে চাপে আবারও কাজে আসেন চম্পা বেগম। বুধবার (১৪ মে) সকালে জানানো হয় চম্পা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের দাবি চম্পাকে আত্মহত্যা নয় বরং নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগ নেতার পরিবারের কেউ জড়িত থাকতে পারে বলে দাবি নিহতের বাবা বাদশা মিয়ার। এই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।
১৯ পড়েছেন