Sharing is caring!
পাকিস্তানের হাতে আটক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য পূর্ণম কুমারকে ছেড়ে দিয়েছে পাকিস্তান।পেহেলগাম হামলা ঘিরে সীমান্তে উত্তেজনার কারণে পাকিস্তান এতদিন তাকে মুক্তির জন্য কোনো আলোচনার অনুরোধে সাড়া দেয়নি। তবে, ভারতের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।বুধবার (১৪ মে) পাঞ্জাবের অমৃতসরের আটারি চেকপোস্টে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ৪০ বছর বয়সী ওই বিএসএফ সদস্যকে। খবর এনডিটিভির।ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ এপ্রিল আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার ঘটনায় পূর্ণম কুমারকে আটক করেছিল পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স। ২১ দিন পাকিস্তানের হেফাজতে থাকা পূর্ণমকে শান্তিপূর্ণভাবে এবং প্রটোকল অনুসরণ করে হস্তান্তর করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিএসএফ।সংবাদমাধ্যমটি বলছে, ১৭ বছর ধরে বিএসএফে কর্মরত পূর্ণম কুমার সর্বশেষ পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার একদিন পর ২৩ এপ্রিল ‘অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম’ করে ফেলেছিলেন তিনি।
১৪ পড়েছেন