
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়াকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় উদ্ধারের পর তাকে প্রথমে সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।আহত মামুন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাতেন ভূঁইয়ার ছেলে।গতকাল শনিবার রাতে নাটোর সদরের খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত বলেন, রাতে মামুন নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর ছিল। মাথায় আঘাতসহ পায়ের দুই জায়গায় তার ক্ষত চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল।সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও আগেই স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতালে ভর্তি মামুন বলেন, ‘আমি ব্যবসায়ের কাজে রাজশাহীতে গিয়েছিলাম। সেখান থেকে নাটোরের বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ অনেকে আমাকে ধরে গাড়িতে তুলে আমিরগঞ্জ বাজারে নিয়ে আসে।’মামুন আরও বলেন, ‘এখানে এনে আমাকে ইচ্ছেমতো মারধর এবং কুপিয়ে জখম করে। আমাকে বাঁচাতে কাউকে এগিয়ে আসতে দেয়নি তারা।’ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাম আসা ব্যক্তিদের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com