• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মহানগরীর জিন্দাবাজারে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে

admin
প্রকাশিত মে ১৯, ২০২৫
মহানগরীর জিন্দাবাজারে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে

Sharing is caring!

মহানগরীর জিন্দাবাজারে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে কোনো অঘটন ঘটেনি। ফায়ার সার্ভিসের গাড়িগুলোও ফিরে যায়।সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে হঠাৎ জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।আরবি কমপ্লেক্সের পূর্বদিকের পাশের বিদুতের খুঁটির উপরের দিকের সংযোগে আগুন লেগে যায়। মুহুর্তে বিভিন্ন মার্কেট ও ভবন থেকে আতঙ্কিত লোকজন বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ দাঁড়িয়ে মোবাইলে আগুনের দৃশ্যটি রেকর্ডও করেন।কয়েক মিনিটের মধ্যে আরবি কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। ততক্ষণে স্বস্তি নেমে আসে।খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তখন আর আগুন না থাকায় তারা ফিরে যায়।আসে পিডিবির সঞ্চালন ও বিতরণ বিভাগ-২ এর একটি গাড়িও। কর্মীরা লেগে পড়েন মেরামতে।বিকেল পৌণে ৬টার দিকে এই লাইনের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।পিডিবির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মী শফিক মিয়া জানান, বৃষ্টির কারণে এই পয়েন্টের কানেকশন লোজ হয়ে যাওয়াতে আগুন লেগে থাকতে পারে। তারা ঠিক করছেন। এরপর ফের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে।

৩২ পড়েছেন