
উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত। সবশেষ হুঁশিয়ারি দিয়ে মোদি বলেছেন, ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না। কাশ্মীরে হামলার একমাস পর বৃহস্পতিবার (২২ মে) তিনি এমন মন্তব্য করলেন। ওই হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে। খবর রয়টার্স।রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ১০৩টি স্টেশন। এসব স্টেশনে বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।ভারতের রাজস্থানের বিকানেরে আয়োজিত জনসভায় মোদি বলেন, ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার অবস্থা কী হয়, তা গোটা বিশ্ব দেখেছে।মোদি বলেন, পাকিস্তানের রহিম ইয়ার খান সেনা ঘাঁটি এখন আইসিইউতে রয়েছে! যারা সিঁদুর মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম। এবার সরাসরি বুকে মেরেছি।সেখানে পেহেলগামের হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে! নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com