
দোয়ারাবাজারে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজিনগর গ্রামে হওয়া এ ঘটনায় ওয়াহিদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পার্শ্ববর্তী পুকুরঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়। এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।জুতা চুরি নিয়ে একইদিন রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলী মারা যান। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আরও পাঁচজন আহত হন।মৃত ওয়াহিদ আলী হাজীনগর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com