Sharing is caring!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ এনে বলেন পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছে ।তিনি বলেছেন, এখানে একটি গ্রুপ এসে খেলাধুলা করে চলে যায়। বিগত ১৫ বছর এভাবেই চলেছে।শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।দেশকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগের বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, এই বিনিয়োগের উৎস হবে পুঁজিবাজার। ভবিষ্যতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ।আমীর খসরু বলেন, বাজারের গুণগত পরিবর্তন আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। লুটপাট করতে করতে এমন অবস্থা হয়েছে যে, আর লুটপাটের জায়গা নেই। শেয়ার ফ্লোর প্রাইসে ঠেকেছে। বাজারে তারল্য বাড়াতে হবে। বিশ্ববাজার থেকে তারল্য আনতে হবে।দেশ কীভাবে দ্রুত গণতন্ত্রের পথে উত্তোরণ হবে, নির্বাচনের পথে যাবে, সে ব্যাপারেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হবে। নির্বাচন ডিসেম্বরেই কেন, আগেই সম্ভব বলেও এ সময় বিএনপির এ সিনিয়র নেতা মন্তব্য করেন।বাংলাদেশের আর্থিক খাতে সব সংস্কার বিএনপির আমলে হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীতে আমাদের দল ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে সংস্কার ও পুনর্গঠন করা হবে। ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানো হবে। আমরা কি মাত্র ৪ বিলিয়ন ডলারের পেছনে ঘুরছি!
৪ পড়েছেন