
১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।এই ম্যাচের টিকিট ইতোমধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ করে ফেলেছে বাফুফে। এবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।বুধবার (২৮ মে) বিকেলে দল ঘোষণা করেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক সমিত সোম ও ফাহমিদুল ইসলাম। সেই সঙ্গে রয়েছে হামজা চৌধুরি।ইতোমধ্যে এ ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে আজ সকাল আটটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এই তরুণ ফুটবলার।
সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
মিডফিল্ডার: হামজা চৌধুরী, হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, ও সমিত সোম।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।
গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com