Sharing is caring!
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় এক ডাকাতি সংঘটিত হয়েছে।শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, ‘কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এই সড়কে ডাকাতি সংঘটিত হওয়ার ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভেতরে বাগড়াবাড়ী নামক স্থানে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের ডাকাতদল প্রায় ঘন্টাব্যাপী ২০/২৫টি সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ি চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, জুয়েলারি সামগ্রী, মুঠোফোন ও সাথে থাকা মালামাল নিয়ে যায়।ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, ‘প্রাইভেটকার করে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে সব লুট হয়ে যায়। ডাকাত সদস্যরা দা-চাপাতি গলায় ধরে জিম্মি করে নগদ টাকা-পয়সা ও জুয়েলারি নিয়ে যায়।ডাকাতির ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপ চালকসহ ২০ জনের মতো যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত অজ্ঞাত আরো ২০ জন। খবর পেয়ে কমলগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সড়কে রাখা গাছ কেটে সরিয়ে রাস্তা খালি করেন এবং আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে।
৫৬ পড়েছেন