• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুইদিন পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

admin
প্রকাশিত জুন ১, ২০২৫
রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুইদিন পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

Sharing is caring!

কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুইদিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।রবিবার (১ জুন) সকাল ৯টার দিকে ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, সকালে হাকালুকি হাওরে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় খুঁজতে রওনা হন লোকমান। তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে যান। এরপর থেকে দুই দিন লোকমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার (১ জুন) সকালে হাকালুকি হাওরে পানিতে ভেসে থাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় খবর দিলে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

৬৩ পড়েছেন