
দোয়ারাবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট জসিম উদ্দিন (২৬) এর দায়ের কোপে প্রাণ গেল চাচি রোকশানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর। শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে নির্মম এ হত্যাযজ্ঞ ঘটে।স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লম্পট জসিম তার চাচি রোকশানা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কুপ্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত জসিম রোকশানা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এসে রোকশানাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তোফ্হা আক্তার নামে নিহতের চার বছর বয়সী এক শিশুকন্যা আহত হয়। রোকসানা আক্তারকে উত্যক্তের ঘটনায় ইতিপূর্বে বখাটে লম্পট জসিমের বিরুদ্ধে সালিশ বসেছে বলেও জানান স্থানীয়রা।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এসময় তিনি নিহতের স্ত্রী জসিমকে আটক করেছেন বলে জানান।নিহত রোকশানা আক্তার ওই গ্রামের ফিরিজ আলীর স্ত্রী এবং ঘাতক জসিম উদ্দিন একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাসুরপুত্র। ঘাতক জসিমকে রাতেই সিলেট শহর থেকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com