• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পর্তুগালে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিলেটের এক যুবক

admin
প্রকাশিত জুন ১৪, ২০২৫
পর্তুগালে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিলেটের এক যুবক

Sharing is caring!

লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মাহবুবুল আলম নামের সিলেটের এক যুবক।ওই যুবক পর্তুগালে ব্যবসা করতেন। তিনি কয়েক বছর থেকে পর্তুগালের লিসবনে পরিবার নিয়ে বসবাস করছেন।পরিবারের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে। এসময় বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মাহবুবুল আলম। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের নান্না মিয়ার ছেলে।

৪৯ পড়েছেন