
ইতালির কাতানিয়ায় উৎসবমুখর পরিবেশে সিলেট প্রবাসীদের নিয়ে সিলেট একতা সংগঠন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।গতকাল বুধবার (১৮ জুন) স্থানীয় বাংলাদেশি একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কাতানিয়ার সিলেটের বসবাসরত প্রবাসীরা অংশগ্রহণ করেন।প্রবাস জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনটি।সিলেট একতা সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড় ভুলে যাই না। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি চর্চা এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম।” তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ভোজের আয়োজন। সবাই প্রবাসে থেকেও ঈদের আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুর রহিম ,মামুন আহমদ।অর্থ সম্পাদক রাজন মিয়া। মো :সাইফুল, আবুল খায়ের,কয়েছ আহমদ, জয়নুল আলম,নুরুউদ্দিন, সুলেমান,পাবেল ও হাবীবুর রহমান প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com