• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটের এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে ভারতের অভ্যন্তরে

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৫
সিলেটের এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে ভারতের অভ্যন্তরে

Sharing is caring!

ভারতের অভ্যন্তরে সিলেটের এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।নিহত জাকারিয়া (২৩) কোম্পানীগঞ্জ উপজেলার লামারগ্রাম কামালবস্তির আলাউদ্দিন আলাইয়ের ছেলে।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্তের ওপারে জাকারিয়া নামের ওই যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে খবর পান পরিবারের সদস্যরা। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ভারত সীমান্তে ছিল। ভারতের অভ্যন্তরে সিলেটের যুবকের ঝুলন্ত লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ।সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘সীমান্তের পিলারের ওপারে এক যুবক আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সাথে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হলে পরবর্তীতে বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করতে পারবে। যেহেতু সীমান্তের ওপারে তাই কিছু আইনি জটিলতার জন্য লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তের ১২৫৭ মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের ডালে ঝুলে থাকার খবর আসে। বিষয়টি স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে অবগত করেন।

২২ পড়েছেন